দুইবার পিছিয়ে থেকেও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্ল্যাসিক ম্যাচে নিউক্যাসলকে হারাল আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া ম্যানচেস্টার সিটি। শিরোপা নির্ধারণ হয়ে যাওয়ার পর এটিই ছিল পেপ গার্দিওয়ালার দলের প্রথম ম্যাচ।
নিউক্যাসনকে ৪-৩ গোলে পরাজিত করে ম্যানচেস্টার সিটি। ফার্নান্ডো টোরেস সিটিজেনদের হয়ে হ্যাটট্রিক করেন। জোয়াও ক্যানসেলো করেন অন্য গোলটি।
চলতি ইংলিশ লিগে ঘরের বাইরে পেপ গার্দিওয়ালার দলের এটি টানা ১২তম জয়।