খেললো ম্যানচেস্টার ইউনাইটেড আর লেস্টার সিটি। তাদের জয় পরাজয়ে চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার ইউনাইটেড। এতে গত চার বছরে তৃতীয়বারের মতো ইংলিশ প্রিমিয়ার বিভাগের শিরোপা জিতলো সিটিজেনরা।
লেস্টার সিটির কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয় ম্যানচেস্টার সিটি। তাতে তিন ম্যাচ বাকী থাকা লিগে দ্বিতীয় স্থানের দলের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় পেপ গার্দিওয়ালার দল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ারশিপে এটি ম্যানচেস্টার সিটির সপ্তম শিরোপা জয়। তবে গত শনিবারই শিরোপা জিততে পারতো সিটিজেনরা। চেলসির কাছে ২-১ গোলের পরাজয়ে তা হয়নি।
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিকতার অসাধারণ নমুনা রেখেছে ম্যান সিটি। নভেম্বরে টটেনহ্যাম হটস্পারের কাছে পরাজয়ের পর থেকে ২৭টি লিগ ম্যাচের মধ্যে ২২টিতে জিতেছে ম্যান সিটি, ড্র করেছে দুটি ম্যাচ। যার সুবাদেই পয়েন্ট তালিকায় একাদশ স্থান থেকে ক্রমাগত উঠে এসে চ্যাম্পিয়ন হলো সিটি, তাও 3টি ম্যাচ বাকি থাকতেই।
চ্যাম্পিয়নশীপ নিশ্চিত হওয়ার পর সিটিজেনদের কোচ পেপ গার্দিওয়ালা বলেন, 'এবারের শিরোপা এবং লিগ অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা।' তিনি আরো জানান, সবচেয়ে কঠিন এক মৌসুম ছিলো এটি, আমরা সবসময় এই মৌসুমটিকে মনে রাখবো যে কী কষ্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। দারুণ এক দলের ম্যানেজার হিসেবে আমি গর্বিত।'
২০১৬ সালে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ৮টি ঘরোয়া ট্রফি জিতেছেন ৫০ বছর বয়সী পেপ গার্দিওয়ালা।