অঘটন দিয়েই শুরু হল ফ্রেঞ্চ ওপেন টেনিস। প্রথম রাউন্ডেই হেরে গেলেন ডমিনিখ থিয়াম। পাবলো আন্দুজারের কাছে ২-৩ সেটে হারতে হল অস্ট্রিয়ার এই টেনিস তারকাকে। প্রথম ২ সেটে এগিয়ে গেলেও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসেন অভিজ্ঞ স্প্যানিস তারকা আন্দুজার।
থিয়াম হারলেও জয় পেয়েছেন নাওমি ওসাকা। সরাসরি সেটে ম্যাচ জিতে নেন তিনি। মেয়েদের মধ্যে দ্বিতীয় বাছাই জাপানের এই তারকার সামনে দাঁড়াতেই পারেননি রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগ। ৬-৪ ও ৭-৬ ব্যবধানে জেতেন ওসাকা। জয় পেলেন আলেকজান্ডার জেরেভও। ৩-৬, ৩-৬, ৬-২, ৬-২ ও ৬-০ ব্যবধানে স্বদেশীয় জার্মান প্রতিপক্ষ অস্কার ওট্টেকে হারিয়ে দেন তিনি।
গ্রিগর দিমিত্রভ মাঝপথেই খেলা ছেড়ে দেন। চোটের কারণে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন তিনি। ৬-২, ৬-৪, ৫-৭ ও ০-৩ অবস্থায় ম্যাচ ছেড়ে দেন দিমিত্রভ।