ইটালি ছেড়ে ফ্রান্সে আস্তানা গাড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো! ধারণা তেমনই। অবশ্য এমন ধারণা করার কারণ রোনালদোর বান্ধবী জর্জিনা রডরিগুয়েজ। কারণ গত মঙ্গলবার জর্জিনা এক প্রাইভেট জেটে করে প্যারিস গিযেছিলেন।
এতেই রোনালদো ভক্তরা ধারণ করছেন যে রোনালদো জুভেন্টাস ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ের লোভনীয় প্রস্তাবে রাজি হয়েছে, সেই বিষয়ে আলোচনা করতেই জর্জিনা প্যারিস যান। অবশ্য রিপোর্টে বলা হয়েছে যে, জুভেন্টাস যদি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারে তবে ইটালি ছাড়বেন ক্রিস্টিয়ানো।
ইতোমধ্যে জুভেন্টাস তাদের শিরোপা ইন্টার মিলানের কাছে হারিয়েছে। তবে এখনও তাদের সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের জন্য।
এদিকে, প্যারিসে একটি প্রাইভেট জেটে চঢ়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে রোনালদোর সমথর্কদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়ে যায়।