৩৭ রানে শেষ সাত উইকেট হারিয়ে পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৫১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। এরপর সফরকারীদের ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে শ্রীলংকা সংগ্রহ করে ২ উইকেটে ১৫ রান। তাতে তৃতীয় দিন শেষে ২৫৯ রানের লিড নিয়েছে তারা। এর আগে প্রথম ইনিংস ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলংকা।
২৩ বছরের এক অভিষিক্ত স্পিনারের ঘুর্ণিতে দুমড়ে মুচড়ে গেলো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৩৭ রানে শেষ সাত উইকেট হারিয়ে টাইগাররা যেনো আরো একবার দেখালেন তাদের ব্যাটিংয়ের পক্ষে বাজী ধরা যায়না।
শেষ সেশনে ৬ উইকেট হাতে রেখে ফলোঅন এড়াতে সফরকারীদের প্রয়োজন ছিলো ৮০ রান। স্পিনিং উইকেটে টিকে থাকার সেই পরীক্ষাতে ব্যর্থ হন ৮ রান করা লিটন দাস, ৪৯ রানে আউট হওয়া মুমিনুল হক। দলের ২২৪ এ ষষ্ঠ উইকেট হারায় টাইগাররা।
অথচ প্রথম সেশনে তামিম ইকবাল আর সাইফ হাসানের ৯৮ রানের জুটিতে বড় স্কোরেরই ইঙ্গিত ছিলো। টানা তিন ইনিংসে হাফসেঞ্চুরি তুলে শতকের সম্ভাবনাও তৈরি করেন এই ওপেনার।
কিন্ত সিরিজে দ্বিতীয়বারের মতো নব্বইয়ের ঘরে আউট বাংলাদেশের ওপেনার। দ্বিতীয়বারের মতো শুন্য রানের তিক্ত স্বাদ নেন নাজমুল হোসেন শান্তও। ৯২ রানে ৬ উইকেট নিয়ে অভিষেকেই শ্রীলংকার হয়ে সেরা বোলিং ফিগারের কীর্তি গড়েন প্রভীন জয়াবিক্রমা।
২৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলংকা দলের ১৪ রানে হারায় লাহিরু থিরিমান্নেকে। এক রানের মধ্যে ওশাদা ফার্নান্দোকে ফেরান তাইজুল ইসলাম।