উয়েফা চ্যাম্পিয়নস লিগের অল ইংলিশ ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও চেলসি। ইউরোপীয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের মঞ্চে এই প্রথম পা রেখেছে পেপ গার্দিওলার দল। অন্যদিকে দ্বিতীয়বারের মতো এই শিরোপা ছোঁয়ার মিশনে নামবে টমাস টুখেলের শিষ্যরা। রাত ১টায় পর্তুগালের পোর্তোয় মাঠে নামবে দু দল।
বিশ্বকাপের পর যে ট্রফিটি ছুঁয়ে দেখার স্বপ্নে বিভোর থাকেন ফুটবলাররা তা এই চ্যাম্পিয়নস লিগের শিরোপাটাই। ইংলিশ স্ট্রাইকার মাইকেল ওয়েন একবার বলেছিলেন, আন্তর্জাতিক ফুটবলের চেয়েও চ্যাম্পিয়নস লিগ দেখাটা বেশী আকর্ষণীয়।
এই এক ট্রফি জিততেই ম্যানচেস্টার সিটির মালিক মনসুর বিন জায়েদ খরচ করেছেন ৩৩০ কোটি ইউরো। চেলসির পেছনে রোমান আব্রাহোমিচ অর্থ ঢেলেছেন ২৬০ কোটি ইউরো। লক্ষ্য একটাই ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট চাই-ই চাই।
পোর্তোর ১৭ হাজার দর্শক সুযোগ পাবেন তৃতীয়বারের মতো হতে যাওয়া অল-ইংলিশ ফাইনাল দেখার। বার্সেলোনার কোচ হিসেবে আরো দুবার এই শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন পেপ গার্দিওলা। জিততে না পারলেও প্রথম কোচ হিসেবে দুই দল নিয়ে টানা দুই মৌসুম ফাইনালের মঞ্চে টমাখ টুখেল।
এ মৌসুমের পারফরম্যান্স এগিয়ে রাখছে ম্যানচেস্টার সিটিকে। লিগ শিরোপা জিতেছে ডি ব্রুইনা, গ্যাব্রিয়েল জেসুসরা। অন্যদিকে চার নম্বরে থেকে মৌসুম শেষ করেছে ব্লুরা। তবে গেলো ছয় সপ্তাহে লিগ সাক্ষাত আর এফ এ কাপের লড়াইয়ের জয়ী দল চেলসি।
দু দলেই কোনো ইনজুরি সমস্যা নেই। ফাইনালে পথে আসা পর্যন্ত ম্যানচেস্টার সিটি দিয়েছে ২৫ গোল। চেলসি প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ২২ বার। তাই জমজমাট এক লড়াই দেখার প্রতীক্ষাতেই প্রহর গুনছে ফুটবল বিশ্ব।