করোনা করাল গ্রাসে বন্ধই হয়ে গেলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হল আপাতত স্থগিত রাখা হচ্ছে আইপিএল। তবে আবার কবে শুরু হবে তা এখনও জানানো হয়নি। একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
সংবাদ সংস্থা এএনআই-কে রাজীব শুক্লা বলেন, 'এবারের মতো বাতিল করা হচ্ছে আইপিএল।' একাধিক ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার আইপিএল খেলতে রাজি নন বলে জানা যায়। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটার এবং সদস্যরাও করোনায় আক্রান্ত। আজ মঙ্গলবার জানা গেছে ঋদ্ধিমান সাহা এবং অমিত মিশ্র করোনা আক্রান্ত হয়েছেন। চেন্নাই দল ইতিমধ্যেই ৬ দিনের জন্য কঠোর নিভৃতবাসে রয়েছে। এই মুহূর্তে আইপিএলের ৬টি দল আছে কঠোর কোয়ারেন্টাইনে।
ঋদ্ধির জ্বর ছিল গত চারদিন ধরে। সোমবার রাতে করোনা পরীক্ষা হয় তাঁর। তার ফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে নিভৃতবাসে পাঠানো হয় তাঁকে। হায়দরাবাদ দলকে কঠোর নিভৃতবাসে পাঠানো হয়। কলকাতার ২ ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার পর আতঙ্ক তৈরি হয় দিল্লি ক্যাপিটালসেও। ভারতের অভিজ্ঞ স্পিনার অমিত করোনা আক্রান্ত হওয়ায় তাঁদের দল নিয়েও চিন্তা রয়েছে।
প্রথমে জানা গিয়েছিল মুম্বাইয়ে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে আইপিএলের ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত তা স্থগিত করে দেওয়া হয়। জানা গেছে, ক্রিকেটারদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছে।