বিমানে ওঠার প্রস্তুতি ছিলো বসুন্ধরা কিংসের। এমন সময়ে হঠাৎ এলো দুঃসংবাদ। এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে জানানো হলো-স্থগিত করা হয়েছে এএফসি কাপ। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ছিল ফ্লাইট। বসুন্ধরা কিংসের ৪৫ জনের সবাই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময়ে টুর্মামেন্ট স্থগিত হওয়ার খবরটি এসেছে বিনা মেঘে বজ্রপাতের মতো।
১৪-২০ মে মালদ্বীপের মালেতে হওয়ার কথা ছিল এএফসি কাপের দক্ষিণ এশিয়ান জোনের খেলা। সেখানেই অংশ নিতে যাচ্ছিল বাংলাদেশের স্বনামধন্য ক্লাব বসুন্ধরা কিংস। হঠাৎ মালদ্বীপ সরকার খেলা আয়োজন না করতে অনুরোধ জানিয়েছে মালদ্বীপ ফুটবল ফেডারেশনকে। সেই সিদ্ধান্ত এএফসিকে জানিয়েছে তারা। বাধ্য হয়েই টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে এএফসি।
জানা যায়, শনিবারই কোলকাতার মোহনবাগানের দুই খেলোয়াড় প্রবীর দাস এবং শেখ সাহিলের করোনায় আক্রান্ত হওয়ার কথা। এই পরিস্থিতিতে এটিকে মোহনবাগানের এএফসি কাপ খেলতে যাওয়া সমস্যায় হয়ে দাঁড়িয়েছিল। রবিবার অনির্দিষ্টকালের জন্য এএফসি কাপ স্থগিত হয়ে যাওয়ায় বরং স্বস্তি পেয়েছেন সবুজ-মেরুন কর্তারা। এদিকে, জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙার জন্য সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে মলদ্বীপ ছাড়ার নির্দেশ দেয়, সেদেশের ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফ। তাই সুনীলদের আর এএফসি কাপের ম্যাচটি খেলা হবে না। তবে এর জন্য বেঙ্গালুরুর প্রতিপক্ষ মলদ্বীপের ইগলস এফসিকেও কোনওভাবে ওয়াক ওভার দেওয়া যাবে না।
এইসব সমস্যার কারণেই টুর্নামেন্ট স্থগিত করে দেয় এএফসি।