রাজস্থান রয়্যালসের হয়ে খেলার আগে সবার কাছে দোয়া চাইলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে কাটার মাস্টার জানান, নিরাপদে ভারতে পৌঁছেছেন তিনি।
আইপিএল মিশন শুরুর আগে সবার কাছে দোয়া প্রার্থী। এদিকে, রোববার বিমানবন্দরে বাংলাদেশের পেসারকে স্বাগত জানিয়েছে তার দল রাজস্থান। নিজেদের অফিশিয়াল পেইজে মুস্তাফিজের ছবি পোষ্ট করে তারা লেখে, ফিজকে স্বাগত জানাতে ভালোবাসা পাঠানো হলো।
রাজস্থান রয়্যালস নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল। যদিও কোয়ারেন্টাইনের কারণে প্রথম দুই ম্যাচে তাকে নাও পেতে পারে রাজস্থান।