ক্যান্ডির পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যাট করছে বাংলাদেশ। গতকাল সঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। আর আজ বৃহস্পতিবার প্রথম সেশনেই ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি তুলে নিলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
তাতে লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭৮ রান। ১৫৫ রানে ব্যাট করছেন শান্ত। অধিনায়ক মুমিনুল ব্যাট করছেন ১০৭ রানে। মুমিনুলের আগের ১০টি সেঞ্চুরিই ছিল বাংলাদেশের মাটিতে। দেশের বাইরে এই প্রথম শতক হাঁকালেন এই বাঁহাতি।
এর আগে ২ উইকেটে ৩০২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা। আগের দিন দুর্দান্ত ব্যাট করেছেন তামিম ইকবালও। ১০১ বলে ৯০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন তিনি। তবে আরেক ওপেনার সাইফ হাসান রানের খাতা খুলতে পারেননি। বাংলাদেশের যে দুটি পড়েছে সেই দুটি উইকেটই নিয়েছেন লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো।