শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে লাঞ্চ বিরতি পর্যন্ত, মুমিনুলের সবুজ দলের বিপক্ষে তামিমের নেতৃত্বাধীন লাল দলের সংগ্রহ, বিনা উইকেটে ১০০ রান।
লাল দলেরর অধিনায়ক তামিম ইকবাল ৬৩ রান করে বিশ্রামে যান। ২৩ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন সাইফ হাসান। তাকে সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কায় তিনদিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে কাতুনায়েকে স্টেডিয়ামে অনুশীলন অংশ হিসেবে নিজেদের মধ্যে এই প্রস্তুতি ম্যাচ খেলছে তামিম-মুমিনুলরা।
আগামী ২১ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টর প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশের।