বাংলাদেশ গেমস বলেই কি এমন হাড্ডহাড্ডি লড়াই! হকিতে এমন প্রতিদ্বন্দ্বিতা অনেকদিন থেকেই দেখেননি ক্রীড়াপ্রেমীরা। স্বর্ণের লড়াইয়ে সাডেন ডেথে সেনা বাহিনী ৩(৪)-৩(৩) গোলে হারালো নৌবাহিনীকে।
আজ শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখায় সেনা সদস্যরা। প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টারে দুটি গোল আদায় করে নেয় তারা। তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় নৌবাহিনী। নৌবাহিনীর প্রধান অস্ত্র পিসি থেকেই ম্যাচে ফিরে তারা। পিসি মাস্টার আশরাফুলের ক্যারিশমায় ২ গোলের সমতা। সেনাবাহিনীর ফের এগিয়ে যাওয়া। ৩-২ এগিয়ে থেকে সেনা সদস্যরা যখন জয়ের মালা জপছিল তখনি আবারো পিসি থেকে ৫৪ মিনিটে খেলায় সমতা আনেন নৌবাহিনীর আশরাফুল।
নিয়ম অনুযায়ী শুট আউট। তাতেও সমতা। ৫ টি করে শুট আউটে ৩ টি করে গোল করেন উভয় দলের। শেষ পর্যন্ত সাডেন ডেথে সেনাবাহিনী গোল করলে ব্যার্থ হয়ে নৌবাহিনী। ৯ম বাংলাদেশ গেমসে প্রথমবারের মতো স্বর্ণপদক পেয়ে উল্লাসে ফেটে পড়ে সেনা সদস্যরা। বিপরীতে নৌবাহিনী ৮ম বাংলাদেশ গেমসে ফাইনালে উঠলেও শিরোপা জিতে নেয় ফরিদপুর জেলা। বাংলাদেশ গেমসে স্বর্ণ অধরাই থাকলো জাতীয় দলের আদলে গড়া বাংলাদেশ নৌবাহিনীর।