পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা রাজত্ব করলেও দ্বিতীয় দিনের প্রথম সেশনটি নিজের করে নিয়েছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। প্রথম দিন সেঞ্চুরি তুলে নিয়েছিলেন দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। প্রথম দিন করুনারত্নে ফিরলেও ব্যাট হাতে থিরিমান্নে ১৩১ রান করে অপরাজিত ছিলেন, ৪০ রান করে তাঁর সঙ্গী ছিলেন ওশাদা ফার্নান্দো।
দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাঁসফাঁস করেছেন লঙ্কান ব্যাটসম্যানরা। অবশ্য প্রথম ঘণ্টায় দৃঢ়তার পরিচয় দিয়েছেন থিরিমান্নে ও ফার্নান্দো। এর মধ্যে আবু জায়ের রাহিকে চার মেরে ১৩২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ফার্নান্দো।
অবশ্য পানি পানের বিরতির পর এই দুই ব্যাটসম্যানকে বেশিক্ষণ টিকতে দেননি বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদের করা ডাউন দ্য লেগ সাইডের বল খোঁচা মেরে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে আউট হন ২৯৮ বলে ১৪০ রান করা থিরিমান্নে।
এরপর নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুসকেও আউট করেছেন তাসকিন। তিনি মাত্র ৫ রান করে ক্যাচ দেন উইকেটের পেছনে। মধ্যাহ্নভোজের বিরতির আগে বাংলাদেশকে আরেকবার উৎযাপনের মুহূর্ত এনে দেন তাইজুল ইসলাম। তিনি ধনঞ্জয়া ডি সিলভাকে স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান।
৪ উইকেট হারিয়ে ৩৩৪ রান করে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলঙ্কা। ফার্নান্দো ৬৫ রান করে অপরাজিত ছিলেন। কোনো রান না করেই অপরাজিত আছেন পাথুন নিশাঙ্কা।