প্রথম সেঞ্চুরিকে দেড়শ'তে রূপ দিলেন নাজমুল হোসেন শান্ত। পঞ্চাশ থেকে একশ, এরপর দেড়শ' রানের অপরাজিত ইনিংস। এই লম্বা ইনিংস খেলার পথে একবারের জন্যও অশান্ত হতে দেখা যায় শান্তকে। শান্তর ইনিংস লম্বা করার সঙ্গে সংগ্রহটা বড় হচ্ছে বাংলাদেশেরও।
২৩৫ বলে শতক উদযাপনের পর আর ১০৯ বল খেলে পৌঁছে যান এই মাইলফলকে। সপ্তম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১৫০ রানের ইনিংস খেললেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
এর আগে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুমিনুল হক, ইমরুল কায়েস ও মোহাম্মদ আশরাফুল দেড়শ বা তার বেশি রানের ইনিংস খেলেন। তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে মুশফিকের, আর সাকিব ও তামিম একটি করে দ্বিশতক হাঁকান।
ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনে দৃঢ় ব্যাটিংয়ে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। তাদের জুটিতে এখন পর্যন্ত রান উঠেছে ২২৬ রান। তৃতীয় উইকেটে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। তৃতীয় উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডটি এই শ্রীলংকার বিপক্ষেই ২৩৬ রানের। মজার বিষয় হচ্ছে সেখানেও আছে মুমিনুল হকের নাম। ২০১৮ সালে চট্টগ্রামে মুশফিকুর রহিমকে নিয়ে সেই রেকর্ডটি গড়েছিলেন তিনি।
শান্ত-মুমিনুলের রেকর্ড জুটির সুবাদে লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাড়িয়েছে ৩৭৮ রান ২ উইকেটের বিনিময়ে। শান্ত অপরাজিত আছেন ১৫৫ রানে। এসমইয় তিনি ৩৬০টি বল খেলেছেন। অপর প্রান্তে ২৪৬ বলে ১০৭ করে অপরাজিত আছেন মুমিনুল।