করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাব এ কথা জানায়। ক্লাব জানিয়েছে যে, শেষ রাউন্ড করোনা পরীক্ষায় দলের অভিজ্ঞ এই ডিফেন্ডার পজিটিভ হয়েছেন।
এতে করে রিয়ালের অধিনায়কের দলে ফেরার ক্ষণটা আরো দীর্ঘ হলো। ইনজুরির কারণে বেশকিছু দিন ধরেই তিনি লস ব্ল্যাঙ্কোদের হয়ে খেলতে পারছিলেন না।
রামোস এখন স্প্যানিশ স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং গাইডলাইন মেনে চলছেন এবং নিজেই কোয়ারেন্টাইনে আছেন। নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত তিনি ক্লাবে আসতে পারবেন না এবং দলের কোনো কর্মকান্ডে অংশ নিতে পারবেন না। সম্প্রতি রাফায়েল ভারানের পর রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হলেন সার্জিও রামোস।