সাউদাম্পটনকে হারিয়ে ৫২ বছর পর এফএ কাপের ফাইনালে উঠল লেস্টার সিটি। আগামী ১৫ মে শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চেলসি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে ১-০ গোলে জয় পায় লেস্টার। ১৯৬৯ সালের পর এবারই প্রথম প্রতিযোগিতাটির ফাইনালে উঠল দলটি।
অবশ্য এর আগের দিনই ম্যানচেস্টার সিটিকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করে গত আসরের রানার্সআপ চেলসি।
খেলার শুরু থেকে সাউদাম্পটন বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি কোন দল। এই সময়ে গোলের উদ্দেশে লেস্টারের পাঁচ শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। আর সাউদাম্পটন শটই নিতে পারেনি।
প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠা লেস্টার দ্বিতীয়ার্ধের দশম মিনিটে জয়সূচক গোলটি পায়। ডি-বক্সে ইহেনাচোর প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে ফেরে, এরপর ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি। ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।
এর আগে চারবার প্রতিযোগিতাটির ফাইনাল খেলে প্রতিবার শূন্য হাতে ফিরতে হয়েছিল লেস্টারকে।