ঘরোয়া লিগে শিরোপা জয়ের আশা অনেক আগেই শেষ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনালের। টিকে আছে ইউরোপা লিগ জয়ের স্বপ্ন। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ইউনাইটেড ২-০ গোলে গ্রানাডাকে ও আর্সেনাল ৪-০ গোলে হারিয়েছে স্লাভিয়া প্রাগকে।
ওলে গার্নার সোলশায়ারের দল আগের লেগেও জিতেছিল ২-০ গোলে। নিজেদের মাঠে ফিরতি লেগে ষষ্ঠ মিনিটেই গোল করেন এডিনসন কাভানি। এরপর ম্যাচের অন্তিম সময়ে গ্রানাডা ডিফেন্ডার হেসুস ভায়েহোর আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে শেষ চারে উঠে যায় রেড ডেভিলরা।
একই দিনে রোমা আর আয়াক্সের ম্যাচ শেষ হয়েছে ১-১ ড্রয়ে। তবে প্রথম লেগে পাওয়া ২-১ গোলের জয়ে শেষ চারের টিকিট গেছে রোমার পকেটে। তাদের বিপক্ষেই আগামী ২৯ এপ্রিল ফাইনালে ওঠার জন্য লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড।
এদিকে আরেক ইংলিশ দল আর্সেনালও উঠে গেছে সেমিফাইনালে স্লাভিয়া প্রাগকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে। আগের লেগে এগিয়ে গিয়েও নিজেদের মাঠে ড্রয়ের শিকার হয়েছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। তবে বুহস্পতিবার রাতে অবশ্য দলটি এগিয়ে যেতে সময় নেয় মাত্র ১৮ মিনিট। গোল আসে প্রথম লেগের একমাত্র গোলদাতা নিকলাস পেপে'র কাছ থেকে।
এরপর আলেক্সান্দার লাকাজেতের জোড়া গোল ও বুকায়ো সাকার লক্ষ্যভেদে সহজেই সেমিফাইনালে উঠে যায় গানাররা। শেষ চারে তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল, যাদের কোচ আবার আর্সেনালেরই সাবেক উনাই এমেরি।