অবশেষে স্থগিতই হয়ে গেলো চলমান পাকিস্তান সুপার লিগ-পিএসএলের খেলা। সেখানে হানা দিয়েছে করোনা। আসরটিতে প্রথম ক্রিকেটার হিসেবে ফাওয়াদ আহমেদ আক্রান্ত হয়েছিলেন এই করোনা ভাইরাসে। সব মিলিয়ে ৬ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে।
গত ২০ ফেব্রুয়ারি শুরু হয়েছে পিএসএল। পাকিস্তানি বংশোদ্ভুত ফাওয়াদ আসরটির প্রথম ক্রিকেটার হিসেবে করোনায় আক্রান্ত হয়েছিলেন। ইসলামাবাদের এই ক্রিকেটারের জন্য ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের মধ্যকার ম্যাচটি স্থগিতই রাখা হয়েছিল।
টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহের মাথায় আক্রান্ত হলেন আরও ৩ জন ক্রিকেটার। তাদের নাম প্রকাশ করা না হলেও জানানো হয়েছে তার ভিন্ন দুইটি দলের খেলোয়াড়। বুধবার (৩ মার্চ) বিকালে তাদের করোনা পজিটিভের খবর নিশ্চিত করা হয়। তবে বুধবার অনুষ্ঠিত হওয়া ম্যাচগুলোতে তারা উপস্থিত ছিলেন না বলেও নিশ্চিত করা হয়েছে।
নতুন করে করোনা আক্রান্ত এই ৩ জন ক্রিকেটারই এখন আইসোলেশনে আছেন। গত ১ মার্চ ফাওয়াদ আক্রান্ত হওয়ার পরের দিনই আরও দুইজন বিদেশি ক্রিকেটার ও করাচি কিংসের কোচিং স্টাফ কামরান খান করোনার কবলে পড়েছিলেন। সেই দুইজনের মধ্যে একজন ছিলেন ইংলিশ ব্যাটসম্যান টম ব্যান্টন। কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের এই ক্রিকেটার নিজেই তার করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছিলেন।
প্রসঙ্গত, গত বছর মার্চ মাসেও এই করোনাভাইরাসের কারণেই লম্বা সময়ের জন্য স্থগিত হয়ে গিয়েছিল পিএসএল। সেই ম্যাচগুলো পরে খেলা হয়েছিল গত বছর নভেম্বর মাসে। এবার পর্যাপ্ত নিরাপত্তা ও জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে খেলার পরেও খেলোয়াড়রা এই মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
বেশ কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এক ভার্চুয়াল মিটিংয়ে এবারের পিএসএল স্থগিত ঘোষণা করা হয়।