নিউজিল্যান্ডকে হারাতে হলে একসঙ্গে তিন বিভাগেই জ্বলে উঠতে হবে বাংলাদেশকে। অকল্যান্ডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে এমনটাই বললেন সৌম্য সরকার। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের লজ্জার মুখে দাড়িয়ে মাহমুদউল্লাহ রিয়াদরা। বৃহস্পতিবার দুপুর ১২ টায় মুখোমুখি হবে দু’দল।
সাকিব-তামিম নেই। ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচেও মাঠে নামতে পারেননি মুশফিকুর রহিম। দায়িত্বটা তাই নেয়ার কথা ছিলো লিটন দাস-মাহমুদউল্লাহ রিয়াদদের। দুই ম্যাচেই ব্যর্থ দলের অভিজ্ঞ ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের মেলে ধরার সুযোগটা কাজে লাগাতে পারেননি মোহাম্মদ নাইম, মেহেদী হাসানরা। আর তাই নিউজিল্যান্ডের মাটিতে সব ধরনের ক্রিকেট মিলে ৩১ ম্যাচে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সফরকারীদের।
দলের অলরাউন্ডার সৌম্য সরকার জানান, 'একটা ম্যাচই বাকি আছে। যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারি তাহলে জেতা সম্ভব। গত ম্যাচে ফিল্ডিং অনেক ভালো ছিল। একটা দুইটা ছোট ছোট ভুল হচ্ছে। এই ভুলগুলো না করি যদি, নিজেদের পক্ষে কাজে লাগাতে পারি, তাহলে আমার মনে হয় কালকের ম্যাচ জিততে পারবো'।
ব্যাটিংয়ের সাথে বোলিংটাও সাদামাটা হচ্ছে তাসকিন-মেহেদী হাসানদের। ব্যর্থতার বৃত্তে যোগ হয়েছে বাজে ফিল্ডিংও। সৌম্য বলেন তিন বিভাগে ভালো না খেললে কিউইদের হারানো সম্ভব নয়। সৌম্য সরকার বলেন, 'প্রথম বলেই চার পেয়ে নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। আগের ম্যাচগুলো এত ভালো হয়নি। চেষ্টা ছিল এই ম্যাচে দলকে জয়ের দিকে নিয়ে যাওয়ার। উইকেটও ভালো ছিল। দিনশেষে ম্যাচ জিতলে আরও ভালো লাগতো।'
ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছে। হারতে হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। এক মাসেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ডে অবস্থান করা বাংলাদেশ দলের পাওয়া বলতে কিছুই নেই। হারতে হারতে আত্মবিশ্বাসের তলানীতে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের উদ্ধুদ্ধ করাটাই তাই প্রধান চ্যালেঞ্জ কোচ রাসেল ডোমিঙ্গোর।