আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের জন্য নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। তবে ক্রিকেটারদের নাম এখনো প্রকাশ করা হয়নি। মোট ২৮৩ জন বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন এবারের নিলামে। এছাড়া ভারতের ১০৯৭ জন ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন।
আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ১৪তম আসরের নিলাম। নিলামের পুরো আয়োজন হবে চেন্নাইয়ে, যা শুরু হবে স্থানীয় সময় দুপুর ৩টায়। নিলামে নাম লেখানো ক্রিকেটারদের বড় অংশই অবশ্য দল পাবেন না। যদি প্রতি দলে ২৫ জন করে ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজানো হয়, তাহলে নিলাম থেকে দল পাবেন ৬১ জন ক্রিকেটার।
বাংলাদেশের ৫ ক্রিকেটার ছাড়াও আফগানিস্তানের ৩০ জন, অস্ট্রেলিয়ার ৪২ জন, ইংল্যান্ডের ২১ জন, আয়ারল্যান্ডের ২ জন, নেপালের ৯ জন, নেদারল্যান্ডের ১ জন, নিউজিল্যান্ডের ২৯ জন, স্কটল্যান্ডের ৭ জন, দক্ষিণ আফ্রিকার ৩৮ জন, শ্রীলঙ্কার ৩১ জন, সংযুক্ত আরব আমিরাতের ২ জন, ওয়েস্ট ইন্ডিজের ৫৬ জন ও জিম্বাবুয়ের ২ জন ক্রিকেটার নিলামে নাম নিবন্ধন করেছেন।
করোনাভাইরাসের কারণে আইপিএলের সবশেষ আসর শুরু হয়েছিল অনেক দেরিতে। ভাইরাস সংক্রমণের ভয়ে তটস্থ বিসিসিআই নিজ দেশেও আসর আয়োজনের সাহস করেনি। তাই ১৩তম আসর মাঠে গড়িয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে নতুন আসর নিজ দেশেই আয়োজন করবে বিসিসিআই। করোনার বাধা কাটিয়ে ইতোমধ্যে নিজেদের দেশে ক্রিকেট ফিরিয়েছে ভারত।