শুরুতে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের দশম রাউন্ডে তারা ২-১ গোলে পরাজিত করে সাইফ স্পোর্টিং ক্লাবকে। এতে লিগে বসুন্ধরার শীর্ষস্থান আরও মজবুত হলো।
আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আক্রমণাত্মক ম্যাচের ১৮ মিনিটে জন ওকোলির গোলে এগিয়ে যায় সাইফ। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি বসুন্ধরা। প্রথমার্ধেই ৪ মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে লিড নেয় তারা।
খেলার ৩৩ মিনিটে সাইফের ভুলে তৌহিদুল আলম সবুজের গোলে ১-১ এ সমতা ফেরায় অস্কার ব্রুজেনের দল। আর এই গোলের ৪ মিনিট পর ব্রাজিলিয়ান রবিনহোর দুর্দান্ত গোলে বসুন্ধরা কিংসের জয় নিশ্চিত হয়।
এতে লিগের ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই বসুন্ধরা কিংস। আর ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে আছে সাইফ স্পোর্টিং। অন্য ম্যাচে উত্তর বারিধারার সাথে ৪-৪ গোলে ড্র করেছে আরামবাগ ক্রীড়া সংঘ।