ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ৩-০ ব্যবধানে ক্রোটানেকে হারিয়েছে জুভেন্টাস। সোমবার রাতে নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে, রোনালদো ঝলকে জয় পায় ওল্ড লেডি'রা। দুটি সহজ সুযোগ নষ্ট না করলে হ্যাটট্রিক পেয়ে যেতেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
কোচ আন্দ্রে পিরলোর অধীনে মৌসুমটা ভালো কাটছে না জুভেন্টাসের। নিজেদের খেলা শেষ দুই ম্যাচেই হেরেছিল তুরিনের দলটি। বর্তমান লিগ চ্যাম্পিয়নদের পয়েন্ট টেবিলে অবস্থান ছিল সেরা তিনের বাইরে। ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে জুভেন্টাস। তবে গোলের প্রথম সুযোগটি তৈরি করে ক্রোটানে। ৭ মিনিটের মাথায় ডি-বক্সে মধ্যে বলে পেয়েও নিশানা ঠিক রাখতে পারেননি মিডফিল্ডার আর্কাদিউস রেকা। ৫ মিনিট পর জালে বল পাঠানোর লক্ষ্যে শট নেয় স্বাগতিকরা। তবে ডি-বক্সে বল পেয়েও বাইরে মারেন সুইডিশ মিডফিল্ডার দেজান কুলুসেভস্কি।
২৯ মিনিটে সুযোগ পেয়েও বলে পা ছোঁয়াতে পারেননি রোনালদো। তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে। ম্যাচের ৩৮ মিনিটে অ্যালেক্স সান্দ্রোর বাড়ানো বল দুর্দান্ত হেডে জালে জড়িয়ে দেন রোনালদো। ১-০ গোলে এগিয়ে যায় জুভেন্টাস।
খানিক পর নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এই গোলটি করতেও মাথার সাহায্য নেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে র্যামজির ক্রসে ছয় গজ বক্সের সামনে লাফিয়ে হেডে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড। এই গোলের কল্যাণে সিরি'আ লিগের চলতি মৌসুমে ইন্টার মিলানের রোমেলু লুকাকুকে (১৭) ছাড়িয়ে সর্বোচ্চ (১৮) গোলদাতার আসনে বসেন রোনালদো। ২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির আগে হ্যাটট্রিক পূর্ণ করার সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫ মিনিটে আবারও সুযোন পান রোনালদো। তবে তার নেওয়া শট ফিরিয়ে দেন ক্রোটানের গোলরক্ষক। ৬৬ মিনিটে লিড ৩-০ করেন ম্যাককেনি। এরপর ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কেউই। ফলে ৩-০ গোলে ম্যাচ জিতে ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩ নম্বরে উঠে আসে জুভেন্টাস।