বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে 'বঙ্গবন্ধু ওয়ালটন আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা'। এই প্রতিযোগিতায় ১২টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন বিষয় জানান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ভলিবল ফেডারেশনের যুগ্ম-সম্পাদক এডভোকেট ফজলে রাব্বি বাবুল, কোষাধ্যক্ষ অসীম সাহা, সদস্য জহিরুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম, তারিকুল আনোয়ার খান রিলু, ফজলুল হক এবং কাজী আব্দুল হান্নান।
এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো
গ্রুপ-ক গ্রুপ-খ গ্রুপ-গ গ্রুপ-ঘ
১। সাতক্ষীরা জেলা ১। নড়াইল জেলা ১। ঢাকা জেলা ১। দিনাজপুর জেলা
২। গাজীপুর জেলা ২। বগুড়া জেলা ২। চট্টগ্রাম জেলা ২। পটুয়াখালী জেলা
৩। কুমিল্লা জেলা ৩। পঞ্চগড় জেলা ৩। কুষ্টিয়া জেলা ৩। সিলেট জেলা