মুজিব বর্ষ প্রথম বিভাগ দাবা লিগ শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে। এ উপলক্ষে আজ (বুধবার) সকালে জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ক্রীড়া কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম জানান যে, এবারের প্রথম বিভাগ দাবা লিগে ১২টি দল অংশ নেবে। দলগুলো হলো: ১। মানহাস ক্যাসল চেস ক্লাব ২। সুলতানা কামাল স্মৃতি পাঠাগার, ৩। ঢাকা নাইটস্ চেস ক্লাব, ৪। খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জ, ৫। বসির মেমোরিয়াল চেস ক্লাব, ৬। মীর চেস ক্লাব, ৭। অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দল, ৮। ক্যাসপারভ চেস ক্লাব, ৯। ঢাকা চেস ক্লাব ১০। রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, ১১। ইসফট এরিনা চেস ক্লাব (দ্বিতীয় বিভাগ হতে উন্নীত) এবং ১২। মর্নিং গ্লোরী চেস ক্লাব, কষ্টিয়া (দ্বিতীয় বিভাগ দাবা লিগ হতে উন্নীত)।
সংবাদ সম্মেলনে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ, এম, ইকবাল বিন আনোয়ার (ডন), ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা, ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু ও আন্তর্জাতিক দাবা বিচরাক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
দাবা লিগের খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এবারের প্রথম বিভাগ দাবা লিগের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অধিকারী দলকে অর্থ পুরস্কার, ট্রফি, মেডেল ও ওয়ালটন সামগ্রী প্রদান করা হবে। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকা, রানার্স-আপ দল ৩০ হাজার টাকা এবং তৃতীয়স্থানের দল ২০ হাজার টাকা অর্থ পুরস্কার পাবে। এছাড়া প্রত্যেক বোর্ডের পারফমেন্সের উপর ভিত্তি করে খেলোয়াড়দের বোর্ড পুরস্কৃত করা হবে।