দাপুটে এক জয়ই পেলেন নাওমি ওসাকা। তাতে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন তিনি। আর চারবার গ্র্যান্ড স্ল্যাম ওপেন টেনিসের ফাইনালে উঠে প্রতিবারই খেতাব জয়ের অনন্য রেকর্ড গড়লেন এই জাপানি টেনিস তারকা।
ফেভারিট হিসেবেই মোলবোর্নের রড লেভার এরেনায় শিরোপা লড়াইয়ে যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডির মুখোমুখি হন নাওমি ওসাকা। বরাবরের মতো শুরুটা মোটেই ভালো হয়নি ওসাকার। ব্র্যাডির বিপক্ষে ৩-১ গেমে পিছিয়ে থাকেন। তারপরই চলে তার আক্রমণ। মাত্র ৪১ মিনিটের লড়াইয়ে প্রথম সেট জেতেন ওসাকা ৬-৪ গেমে।
দ্বিতীয় সেটেও নাওমি ওসাকার দাপট অব্যাহত থাকে। ৪-০ তে এগিয়ে যান তিনি। পরে কিছুটা ধীরে চলার নীতি নেন নাওমি ওসাকা। সেই সুযোগে আক্রমণাত্মক হয়ে ওঠেন জেনিফার ব্র্যাডি। কিছু গেম পয়েন্ট তুলে নিলেও শেষ রক্ষা হয়নি প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলতে নামা আমেরিকান ব্র্যাডির। এই সেটে তিনবার জেনিফার ব্র্যাডির সার্ভিস ব্রেক করেন ওসাকা। ৬-৩ গেমে সেট জয়ের পাশাপাশি ম্যাচ জিতে নেন জাপানি টেনিস তারকা।
ম্যাচে তিনি কতটা প্রভাব বিস্তার করেন, তা প্রমাণ করে পরিসংখ্যান। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ৬টি এস সার্ভিস করেন ওসাকা। ডাবল ফল্ট করেন মাত্র দুটি। ওসাকার প্রথম সার্ভিস জয়ের শতকরা হার ৭৩ শতাংশ। এর আগে ২০১৯ সালে অস্ট্রেলিয় ওপেন জিতেছিলেন নাওমি ওসাকা। মাঝের এক মৌসুম বাদ দিয়ে আবার চ্যাম্পিয়ন হলেন জাপানি টেনিস তারকা। এই দুর্দান্ত জয় তিনি ফ্যানদের উৎসর্গ করেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের পাশাপাশি দুইবার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন ওসাকা।