মাঠের অনুশীলনে ফেরার আগে মানসিকভাবে প্রস্ততি নিচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়ে বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা।
ক্রাইস্টচার্চে টানা তিনদিন ঘরবন্দী থাকার পর গতকাল শনিবার প্রথমবারের মতো হোটেলের বাইরে কিছু সময়ের জন্য বের হবার অনুমতি পান তারা। দুই ফুট দূরত্ব বজায় রেখে এসময় হাঁটাহাটি করেন টাইগার ক্রিকেটাররা। স্পিনার মেহেদী হাসান মিরাজ বলেন, এই মুহূর্তে বিরক্তিকর সময় কাটছে তাদের। সময় গুনছেন দ্রুতই দলীয় অনুশীলনে ফেরার।