নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে উঠে এসেছে চেলসি। রাতে নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে চেলসির হয়ে প্রথম গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড অলিভার জিরুদ। পরে গোল করেন জার্মান ফরোয়ার্ড টিমো ওয়ার্নার।
খেলার ৩১ মিনিটে ওয়ার্নারের শট নিউক্যাসলের গোলরক্ষকের বাধা পেয়ে ডি বক্সে আসে। জিরুদের ফিরতি শট আর রুখতে পারেননি। এর ৮ মিনিট পর এবার নিজেই গোল দেন ওয়ার্নার। প্রায় ১০০ দিন পর ইপিএলে গোলের দেখা পেলেন ওয়ার্নার। লিগে সবশেষ গোল করেছিলেন গত নভেম্বরে। মাঝে ১৪ ম্যাচ তার কোনো শট খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল।
টানা চতুর্থ জয়ে চেলসি এখন উঠে এলো লিগ টেবিলের শীর্ষ চারে। ২৪ ম্যাচে ৪২ পয়েন্ট এখন টমাস টুসেলের দলের। আর এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৩।