অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে মেলবোর্ন পার্কে ইয়ারা ভ্যালি ক্ল্যাসিকে চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ডস্ল্যামের প্রস্তুতিটা ভালো মতোই সারলেন অ্যাশলে বার্টি। এই অজি তরুণী ৭-৬ ও ৬-৪ গেমে পরাজিত করেন দুইটি গ্র্যান্ডস্ল্যাম জয়ী স্পেনের গারবিন মুগুরুজাকে। অ্যাশলে বার্টির ক্যারিয়ারে এটি নবম ডব্লিউটিএ শিরোপা এবং নিজ দেশ অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় ট্রফি জয়।
প্রতিযোগিতার ফাইনালে তিনি তুমুল প্রতিরোধের মুখে পড়েন অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে গতবারের রানার্সআপ গারবিন মুগুরুজার কাছে। বছরখানেক আগে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া বার্টি, আগামী মঙ্গলবার ডানকা কোভিনিচের সাথে ম্যাচ দিয়ে এবার অস্ট্রিলয়ান ওপেনে খেলা শুরু করবেন। করোনাকালে খেলতে না পেরে পারফরমেন্সে যে মরিচা ধরেছিলো ইয়ারা ভ্যালি ক্ল্যাসিকের খেলায় সেটা দূর করেন বার্টি।
অস্ট্রেলিয়ান ওপেন শুরু আগে মোট চারটি ম্যাচ খেলতে পারেন বার্টি। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে এই ম্যাচগুলো তার পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে।