ভালো খেলা দিয়েই ফেডারেশন কাপের প্রথম শিরোপা জিততে চায় সাইফ স্পোর্টিং। আর পরিকল্পিত ফুটবল খেলে শিরোপা ধরে রাখার স্বপ্ন বসুন্ধরা কিংসের। দুপুরে বাফুফে ভবনে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানান, দু’দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। আগামীকাল রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
যে কোন পেশাদার ফুটবলে, ফাইনালের আগে দু দলের কোচ কিংবা দলের একজন সদস্যের সংবাদ সম্মেলনে আসাটাই নিয়ম। কিন্ত প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে ওঠা সাইফ স্পোর্টিং বিষয়টিকে আমলেই নেয়নি। সংবাদ সম্মেলনে তাই জবাবদিহিতার মুখে পড়তে হলো দলের ম্যানেজারকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাঁকে মনে করিয়ে দেয় ডিসিপ্লিন ভঙ্গ করার বিষয়টি।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, 'বাফুফে থেকে যখন জানানো হবে মিটিংয়ে আসার কথা তখন সেটা ক্লাব মানতে বাধ্য। কেউ যদি না আসে তবে সেটা ডিসপ্লিন ভঙ্গের শামিল। ডিসিপ্লিনারী কমিটির কাছে বিষয়টি তোলা হবে।' এতে কিছুটা বিব্রত ক্লাবের ম্যানেজার পরে ফাইনাল নিয়ে বলেন তাদের বেলজিয়াম কোচ পল পুটের অধীনে ফুটবলাররা শিরোপা জেতার প্রস্ততি নিয়েই রেখেছে।পরে এক ভিডিও বার্তায় সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক রিহাদ বলেন, ফাইনালে উঠে আমাদের হারানোর কিছু নেই। আমাদের প্রত্যাশা শিরোপা জয় নয়, ভালো ফুটবল খেলা। সবাই ফাইনাল ম্যাচটি ইনজয় করার অপেক্ষায় আমরা।
এদিকে, শিরোপা ধরে রাখার মিশনে আটঘাট বেধেই নেমেছে টানা তিনবার ফাইনালে উঠা বসুন্ধরা কিংসও। ১১ বারের শিরোপাজয়ী ঢাকা আবাহনীকে সেমিতে হারানো বসুন্ধরার মূল শক্তি ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলার নিয়ে গড়া মাঝমাঠ এবং আক্রমনভাগ। দলের অধিনায়ক তপু বর্মন বলেন, আমরা যেভাবে অনুশীলন করেছি সেটা যদি মাঠে দেখাতে পারি তবে শিরোপা জেতা অসম্ভব নয়।
দু’দলেই কোনো ইনজুরি সমস্যা নেই, তাই শিরোপা জিতেই ফাইনালের রাতটা উৎসবমুখর করতে চায় সাইফ স্পোর্টিং ও বসুন্ধরা কিংস।