আজ সোমবার শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। ৩ ইনিংসে ২টি ফিফটিসহ ১৫৮ রান করেন তামিম। গড় ৫২ দশমিক ৬৬। স্ট্রাইক রেট ৭০ দশমিক ২২।
৩ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১১৬ রান করেন ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল। এরপরের তিনটি স্থান দখলে আছে বাংলাদেশের ব্যাটসম্যানদের।
সাকিব ১১৩, মুশফিকুর রহিম ৯২ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৭৩ রান করেন।
পুরো সিরিজে দু’দলের কোন ব্যাটসম্যানই সেঞ্চুরির দেখা পাননি। তবে পাঁচটি ফিফটি হয়েছে। সবগুলো বাংলাদেশি ব্যাটসম্যানের ব্যাট থেকে।