সিডনিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলে চালকের আসনে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। টস অজি অধিনায়ক টিম পেইন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেন নি স্বাগতিক দলের খেলোয়াড়রা। দলের ৬ রানেই ৫ রানের পুজিতে মোহাম্মদ সিরাজের বলে সাজঘরে ফেরেন ডেভিড ওযার্নার।
বৃষ্টির কারণে সকালের সেশনে মাত্র ৭.১ ওভার খেলা গড়ায়। ঝিরঝিরে বৃষ্টিতে দীর্ঘক্ষণ খেলা বন্ধ ছিল। মেলবোর্নে পাঁচ উইকেট পাওয়ার পর এদিন ওয়ার্নারকে আউট করে ভারতের তরুণ পেসার খেলা শুরু করেন। তার আগে জাতীয় সঙ্গীত হওয়ার মুহূর্তে সিরাজের চোখ থেকে জল বেরিয়ে আসার ভিডিও সাড়া ফেলে দেয়।
এরপরই লাবুসানের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপে অজিদের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন উইল পুকোভস্কি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শেফিল্ড শিল্ডে টানা দুই ম্যাচ ডাবল সেঞ্চুরি করে পুকোভস্কি সারা ফেরে দিয়েছিলেন। আর অভিষেক টেস্টেই ২২ বছর বয়সী পুকোভস্কির হাফ সেঞ্চুরি। ১১০ বলে পুকোভস্কি ৬২ রান করে আউট হন। পুকোভস্কির পাশাপাশি লাবুসানেও হাফ সেঞ্চুরি করেন।
দিনের শেষে ৬৭ রানে অপরাজিত থেকে লাবুসানে দলকে ১৬৬ রানে পৌঁছে দেন। লাবুসানের সঙ্গে স্মিথ ৩১ রানে অপরাজিত রয়েছেন। দুজনের ব্যাটে অপরাজিত ৬০ রানে পার্টনারশিপ তৈরি হয়েছে। সিডনিতে প্রথম দিন ভারতের হয়ে সিরাজ ও সাইনি একটি করে উইকেট পয়েছেন।
পুকোভস্কিকে আউট করেন সাইনি। টেস্ট অভিষেকের প্রথম দিনেই উইকেট পেলেন তিনি। যদিও দিনের শেষে অজি ব্যাটিংয়ে বড় ধাক্কা দিতে না পারার করাণে চালকের আসনে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম দিনে মাত্র ৫৫ ওভার খেলা হয়।