ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসন রবিনহোর জোড়া গোলে প্রিমিয়ার লিগ ফুটবলে বাংলাদেশ পুলিশকে ২-১ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। লিগের দুই ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। লিগের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল অস্কার ব্রুজনের দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার শুরু থেকেই প্রতিপক্ষের উপর আক্রমণ করে খেলতে থাকে বসুন্ধরা কিংস। তাতে মাত্র ১৬ মিনিটেই এগিযে যায় তারা। বেসেরার শট ছুটে এসে নেহাল ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল কোনাকুনি শটে জালে জড়ান বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনিয়ো।
পুলিশ এফসির তাবুতে সমতা ফিরে খেলার ৪২ মিনিটে। এ সময় আখমেদভের ফ্রি কিকে হেডে বল জালে জড়ান আইভোরিকোস্টের ডিফেন্ডার ল্যানসাইন তোরে।
তবে সমতায় ফেরার আনন্দ বেশীক্ষণ ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধের ইনজুরি সময়ে রবসন রবিনহোর দুর্দান্ত শটে আবারও লিড নেয় বসুন্ধরা কিংস। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা।