বাংলাদেশ ও সফররত ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে বেনটেক লিমিটেড। সফরে ক্যারিবিয়রা বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। বুধবার থেকে ১৫ ফেব্রুয়ারী ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাগুলো হবে।
আজ ঢাকার ওয়েস্টিন হোটেলের বলরুমে সিরিজের অফিসিয়াল সম্প্রচারকারি চ্যানেলের নাম ঘোষণা করেন বেনটেকের পরিচালক আমজাদ হোসেন আরজু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান এবং নাগরিক টিভির পরিচালক নাভিদুল হক।
দেশীয় প্রতিষ্ঠান বেনকেট প্রথমবারের মত ক্রিকেট ম্যাচ সম্প্রচারের স্বত্ব লাভ করেছে। এরমধ্যে দিয়েই যাত্রা শুরু বেনটেকের। এরআগে বিসিবির সঙ্গে সম্প্রচারের যুক্ত ছিল গাজী টিভি। ইতোমধ্যে টি স্পোর্টস দুটি ক্রিকেট আসর এবং বঙ্গবন্ধু ফেডারেশন কাপ ফুটবল সম্প্রচার করেছে। যদিও নাগরিক টিভি প্রথমবারের মত ক্রিকেট ম্যাচ সম্প্রচারের সঙ্গে যুক্ত হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশনও ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করতে পারবে। কোভিড পরিস্থিতির উন্নতি না হওয়ায় মাঠে দর্শক থাকছেনা, তবে টেলিভিশনের পর্দায় দেশের পাশাপাশি অন্যান্য বহু দেশ থেকেও দর্শকরা ম্যাচ উপভোগ করতে পারবেন।