নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন। ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে তিনি এই রেকর্ড গড়েন। ৩৬ বলে সোফি ডিভাইন সেঞ্চুরিটি করে দিয়েন্দ্রা ডটিনের রেকর্ড ভাঙেন। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের ডটিন ৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন।
৩১ বছর বয়সি ডিভাইন ৩৮ বলে নয় ছক্কা ও নয় চারে ১০৮ বল করে অপরাজিত ছিলেন। ডানেডিনে সুপার স্ম্যাশ এ ওটাগো স্পার্কসের বিপক্ষে ১২৯ রানের টার্গেটে ব্যাট করে ৮ ওভার ৪ বলে লক্ষ্যে পৌছে ১০ উইকেটে জয় পায় ওয়ালিংটন।
চার দিন আগে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর এটিই ডিভাইনের প্রথম ইনিংস ছিল। তিনি বলেন, 'আজ সকালে আমি সত্যিই নার্ভাস ছিলাম। যখনই খেলা থেকে দূরে থাকবেন, আপনি এতে ফিরে আসতে পারবেন কিনা তা নিয়ে নার্ভাস হয়ে যাবেন।'
২০১৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৩০ বলে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ক্রিস গেইল।