মাঠে আগ্রাসী আচরণের জন্য দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে লিওনেল মেসিকে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর স্প্যানিশ সংবাদমাধ্যম জানায় এই অপরাধে চার থেকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন মেসি।
কিন্তু ম্যাচ রিপোর্টে ‘খেলার সময় সহিংসতা’ উল্লেখ করা হয়। যার শাস্তি দুই থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। অন্যদিকে শাস্তির বিরুদ্ধে আপিল করবে বলে বিবৃতি দিয়েছে মেসির ক্লাব বার্সেলোনাও।