সিরিজি নিশ্চিত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে একাদশে পরিবর্তন আনা হবে। আজ শনিবার সকালে মোহাম্মদপুরে একটি পার্কের উদ্বোধন করে এমনটিই জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় তিনি বলেন, ক্রিকেটারদের ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং পারফরম্যান্সে সন্তষ্ট তিনি।
দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বাংলাদেশ পারফরম্যান্স দিয়ে প্রমান করেছে তাদের সামর্থ্যে মরচে ধরেনি। যদিও প্রথম দুই ওয়ানডেতে খুব বেশী মেলে ধরার সুযোগ পাননি ব্যাটসম্যানরা। ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাসও ওপেনিংয়ে ভাল করতে পারেননি। বোর্ড সভাপতি বলেন, চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে অন্যদের সুযোগ দিতে চায় বাংলাদেশ। পাপন বলেন, 'একাদশে পরিবর্তন আসতেই পারে। তবে এমন কোনো পরিবর্তন আমরা চাই না যাতে কাউকে অবমূল্যায়ন করা হয়।' শুধ তা-ই নয়, বোর্ড সভাপতি মাথায় রেখেছেন ওয়ানডে চ্যাম্পিয়নশিপের কথাও। তিনি জানান, 'একটা জিনিস মনে রাখতে হবে- আমাদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। দুটো ম্যাচ জিতে আমরা কিন্তু ২০ পয়েন্ট পেয়েছি। একেকটা ম্যাচ এখন খুব গুরুত্বপূর্ণ। কোনো ম্যাচকে ছোট করে বা খাটো করে দেখার সুযোগ নেই। তা না হলে ভবিষ্যতে বিশ্বকাপ খেলতে গেলে আমাদের অসুবিধা হবে। এজন্য আমরা প্রথম থেকেই প্রত্যেকটা খেলা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি।'
১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসানের পারফরম্যান্সও দলের জন্য স্বস্তিদায়ক বলে মন্তব্য করেন বোর্ড সভাপতি। তিনি বলেন, 'পারফরম্যান্সের কথা যদি আমাকে জিজ্ঞেস করেন- সাকিব, মিরাজ ওরা ভালো করছে। বোলিং ফিল্ডিং নিয়ে আমি সন্তুষ্ট। ব্যাটিংয়েও… তামিম একটা ধারাবাহিকতায় ফিরে এসেছে। সাকিবকে নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম কতদিন লাগবে তার ছন্দ ফিরে পেতে। বোঝা যাচ্ছে যে ওর সময় লাগছে না। খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে এসেছে। এছাড়া অন্য যারা আছে, আমরা অত্যন্ত আশাবাদী।'
২৫ জানুয়ারী চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে তামিম ইকবালের দল।