জয় দিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে পরাজিত করেছে বসুন্ধরা। সেই সাথে গোলের দেখা পেলেন দলের স্থানীয় ফুটবলার। সবশেষ জাতীয় ১০ ফুটবলার এই ক্লাবের পক্ষে থাকলেও ফেডারেশন কাপে কেউ গোল করতে পারেনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন রাউল অস্কার খেলার ৩৫ মিনিটে। আর ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিম।
মাত্রই ফেডারেশন কাপ জেতা বসুন্ধরা কিংসের লিগের প্রথম ম্যাচটি অবশ্য মন ভরাতে পারেনি দর্শকদের। তুলনামূলক উত্তর বারিধারা অনেক ভালো ফুটবল খেলেছে। গোলরক্ষের ভুলে প্রথম গোল হজম করে তারা। দ্বিতীয় গোলের সময় ইব্রাহিম অফসাইডে ছিলেন বলে অনুমিত হয়।
তারপরও ফেডারেশন কাপের ট্রফি জয়ের তিন দিনের মাথায় লিগ শুরু করে পূর্ন পয়েন্ট নিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বসুন্ধরা কিংস। লিগের লম্বা পথচলা তারা শুরু করল জয়ের আনন্দ নিয়েই।