ক্রিস্টিয়ানো রোনালদো ও আলভারো মোরাতার গোলে নাপোলিকে ২-০ ব্যবধানে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল জুভেন্টাস। প্রতিযোগিতায় এটি জুভেন্টাসের নবম শিরোপা জয়। এই পরাজয়ে ২০১৪ সালে সর্বশেষ ইতালিয়ান সুপার কাপ জেতা নাপোলির অপেক্ষা বাড়ল আরও।
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে দুই দল ছিল প্রায় সমানে সমান। তবে আক্রমণ এগিয়ে ছিল নাপোলি। লিগে সবশেষ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে হেরে আসা জুভেন্টাস তেমন গোছালো কোনো আক্রমণই করতে পারেনি। তাতে গোল শূন্য অবস্থায় শেষ হয় খেলার প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারতো জুভেন্টাস। ওয়েস্টন ম্যাককেনির ক্রসে ফেদেরিকো বের্নারদেস্কির টোকায় বল ছুটছিল জালের দিকে। গোললাইন থেকে ফেরান গোলরক্ষক অসপিনা।
৬৪ মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। বের্নারদেস্কির কর্নার নাপোলির ডিফেন্ডার বাকাইয়োর গায়ে লেগে গোলমুখে পেয়ে যান অরক্ষিত পর্তুগিজ ফরোয়ার্ড। অনায়াসে জাল খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জিতে আসা নাপোলির সমতায় ফেরার দারুণ আশা জেগেছিল ৭৮ মিনিটে। ম্যাককেনির ফাউলে ড্রিস মের্টেন্স ডি-বক্সে পড়ে গেলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। পোস্টের বাইরে দিয়ে যায় ইনসিনিয়ের স্পট কিক।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মোরাতার গোলে ইতালিয়ান সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার নিশ্চিত হয় জুভেন্টাসের। প্রতি-আক্রমণে হুয়ান কুয়াদরাদোর পাস পেয়ে ডান পায়ের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড।