চারদিন পর আজ রবিবার সকালেই হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেলেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এখন সম্পূর্ণ সুস্থ। চিকিৎসকরা গতকালই জানিয়েছিলেন, সব ঠিক থাকলে রবিবার সকালে বাড়ি ফিরতে পারেন ভারতের সাবেক এই অধিনায়ক।
গত বুধবার বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। পরীক্ষা করে দেখা যায়, দুটি স্টেন্ট বসানো জরুরি। কথা হয়েছিল ড. দেবি শেঠির সঙ্গে। তারপরই আরও দুটি স্টেন্ট বসানো হয়েছিল। শুক্রবারই তাঁকে আইসিইউ থেকে আলাদা একটি ঘরে স্থানান্তরিত করা হয়। ক্রমাগত পরীক্ষায় আর কোনও জটিলতা ধরা পড়েনি।
প্রসঙ্গত, জানুয়ারির শুরুতে প্রথমবার হাসপাতলে ভর্তি হয়েছিলেন হৃদযন্ত্রের সমস্যা নিয়ে। তখনও ধমনীতে ব্লকেজ ধরা পড়া্য একটি স্টেন্ট বসানো হয়েছিল এবং আরও দুটি স্টেন্ট বসানোর কথা আলোচিত হলেও সেই মুহূর্তে জরুরি মনে না হওয়ায়, বাড়ি ফিরে গিয়েছিলেন সৌরভ। কিন্তু সপ্তাহ দুয়েক পরেই আবার বুকে ব্যথা হওয়ায় বাধ্য হয়েই এবার বাকি দুটি ব্লকেজ-এর জন্যও স্টেন্ট বসানো হল।
চিকিৎসকদের মতে সম্পূর্ণ সুস্থ সৌরভ রবিবার সকালেই বাড়ি ফিরে গিয়েছেন। দ্রুত কাজও শুরু করে দিতে পারবেন সৌরভ, ফিরে আসবেন স্বাভাবিক কর্মজীবনে, মনে করছেন চিকিৎসকরা।