অস্ট্রেলিয়ান ওপেন টেনিস খেলতে মেলবোর্নে আসার বিমানে তিনজনের করোনা আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল শনিবারই। সেজন্য ৪৭ জন খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। আবারও একজন সংক্রমিত হওয়ার কথা রোববার জানানো হয়। দোহা থেকে মেলবোর্নে আসার বিমানে একজনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। ফলে আরও ২৫ জন খেলোয়াড়কে দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সব মিলিয়ে কঠোর কোয়ারেন্টাইনে থাকা থাকা খেলোয়াড়দের সংখ্যা দাঁড়াল ৭২।
এই অবস্থায় বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম আয়োজন নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। তবে আয়োজকদের দিক থেকে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ীই অস্ট্রেলিয়ান ওপেন টেনিস চলবে। যে খেলোয়াড়দের কঠোর কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, তাদের দু’সপ্তাহের জন্য হোটেলের ঘরে বন্দি থাকতে হবে। অন্যদের মতো পাঁচ ঘণ্টা করে অনুশীলনেও ছাড় নেই। দু’সপ্তাহ প্রস্তুতি নিতে পারবেন না বলে ক্রমশ ক্ষোভ বাড়ছে এই খেলোয়াড়দের মধ্যে। তবে স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের দাবি, এমন পরিস্থিতি যে তৈরি হতে পারে, তা আগাম জানিয়ে দেওয়া হয়েছিল। যদি কেউ কঠোর নিভৃতবাস পর্ব না মানেন, তা হলে বড় জরিমানা করা হবে। এমনকি আরও কঠিন কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয়া হতে পারে।
তিনজন আক্রান্ত ছিলেন লস অ্যাঞ্জেলেস থেকে মেলবোর্নে আসার বিমানে। ২০১৯ যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন বিয়াঙ্কা আন্দ্রেস্কুর কোচ সিলভিয়ান ব্রুনেয়ু সোশ্যাল মিডিয়ায় জানান তিনি আবুধাবি থেকে আসা বিমানে ছিলেন এবং করোনায় আক্রান্ত হয়েছেন।
কোয়ারেন্টাইনে থাকা কাজাখস্তানের উলিয়া পুতিনসেভা আবার তাঁর হোটেলের ঘরে ইঁদুরের ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'দু’ঘণ্টা ধরে এই অবস্থায় ঘর পাল্টানোর চেষ্টা করছি। কিন্তু কোয়ারেন্টাইন পর্বে থাকায় কেউ সাহায্য করছে না।' কেউ কেউ আবার ঘরেই অনুশীলনের ভিডিও পোস্ট করেছেন।