এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(এসিসি) সভপতি নির্বাচিত হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) সচিব জয় শাহ্। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হওয়া ৩২ বছর বয়সী শাহ্ ইতাোমধ্যেই দায়িত্ব বুঝে নিয়েছেন।
গতকাল শনিবার এসিসির ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় সংস্থাটির নতুন সভাপতি নির্বাচিত হন তিনি। এশিয়ান টুর্নামেন্টগুলো আয়োজন করে থাকে এসিসি।
কোভিড-১৯’র কারণে ২০২০ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়নি। আসরটি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন এটি বাংলাদেশ কিংবা শ্রীলংকায় অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।