মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে চালকের আসনে রয়েছে নিউজিল্যান্ড। কিউইদের প্রথম ইনিংস থেকে ৪০১ রানে পিছিয়ে আছে সফরকারীরা। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান।
এর আগে ৩ উইকেটে ২২২ রান নিয়ে খেলা শুরু করা নিউজিল্যান্ড চতুর্থ উইকেট হারায় ২৬৬ তে। এরপর সেঞ্চুরি হাকিয়ে ১২৯ রান করে দলকে টেনে নিয়ে যান অধিনায়ক কেন উইলিয়ামসন। ২৮১ রানে স্বাগতিক দল প্রথম ৫ ব্যাটসম্যানকে হারালেও বিজে ওয়াটলিংয়ের ৭৩ আর কাইল জেমিসনের ৩২ রানের ইনিংসে ৪৩১ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে, শান মাসুদের উইকেট হারায় পাকিস্তান।