বিজয় দিবস হকি প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে নৌবাহিনী ও বিমান বািহনী। বুধবারই এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার দ্বিতীয় দল হিসেবে ফাইনালে নাম লিখিয়েছে বিমান বাহিনী। আগামী রোববার বিকেলে ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।
চার ম্যাচের চারটিই জিতে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে নৌবাহিনী। আর চার ম্যাচের ২টিতে জিতে, ১টিতে ড্র করে ও ১টিতে হেরে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে ওঠে বিমান বাহিনী।
শুক্রবার লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ৪-২ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে। আর বাংলাদেশ বিমান বাহিনী ২-২ গোলে ড্র করে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে।
এবারের বিজয় দিবস হকি প্রতিযোগিতায় ৫টি দল অংশ নিয়েছে। দলগুলো হল- বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ও সোনালী ব্যাংক লিমিটেড। পাঁচ দল নিয়ে প্রথমে লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা চলে ২৫ ডিসেম্বর পর্যন্ত।