৫ দল নিয়ে আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকি প্রতিযোগিতা। এ উপলক্ষ্যে হকি ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু। তিনি বলেন, সার্ভিসেস দলগুলো তাদের খেলোয়াড়দের ছাড়বেনা বলেই প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি আবাহনী, মোহামেডান কিংবা ঊষা ক্রীড়া চক্রের মতো ক্লাবগুলো।
তাছাড়া প্রতিটি দল পরস্পরের সাথে মোকাবেলা করবে। শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে। এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার।