আরামবাগকে একমাত্র গোলে হারিয়ে উত্তর বারিধারাকে নিয়ে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব। এই জেয় ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ আটে জায়গা পেল সাইফ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের শ্রেষ্ঠত্বই প্রমান করে সাইফ স্পোর্টিং ক্লাব। আরামবাগ কয়েকবার তাদের গোল শূণ্য প্রথমার্ধের পর খেলার ৫৭ মিনিটে বদলি খেলোয়াড় আরিফুর রহমান যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় গ্রুপে সাইফের শীর্ষস্থান। এই জয়ে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো তারা।