গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে উত্তর বারিধারাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফেডারেশন কাপে শুভসূচনা করল পল জোসেফ পুটের দল সাইফ স্পোর্টিং। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
তবে প্রথমার্ধের ৪৫ মিনিটে চেনারূপে ছিলো না সাঈফ স্পোর্টিং। দ্বিতীয়ার্ধে তারা ছন্দে ফেরে। দ্বিতীয়ার্ধের শুরুতে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে উত্তর বারিধারা। ডান দিক থেকে সিরাজউদ্দিন রাখমাতুল্লায়েভের ক্রসে তেমন কোনো বিপদ ছিল না। কিন্তু বল বিপদমুক্ত করতে যাওয়া মিশরের ডিফেন্ডার সায়েদ মাহমুদ আব্দুল রহিমের পায়ে লেগে জালে জড়ায়।
এগিয়ে যাওয়ার পর সাইফের আক্রমণের ধার বাড়ে। ৫৩ মিনিটে ডান দিক থেকে রহিম উদ্দিনের ক্রসে গোলমুখ থেকে ফয়সাল আহমেদ ফাহিম হেড করতে পারেননি। নয় মিনিট পর এনগোকে এক ছুটে ডি-বক্সে ঢুকে বল বাড়ান জন ওকোলিকে; নাইজেরিয়ার ফরোয়ার্ডের শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে।
৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন এনগোকে। ছয় মিনিট পর বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের পাশ দিয়ে কাছের পোস্ট দিয়ে ব্যবধান আরও বাড়ান ফয়সাল।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বদলি নামা অপূর্ব কুমার দাসের শট পাপ্পুর গ্লাভস ছুঁয়ে পোস্টে লেগে ফিরলে সান্ত্বনাসূচক গোলের দেখাও পায়নি উত্তর বারিধারা।