ফেডারেশন কাপ ফুটবলে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার শেষ আটে উঠেছে চট্টগ্রাম আবাহনী। আর তাদের জয়ে ‘সি’ গ্রুপের অন্য দল বসুন্ধরা কিংসেরও কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়েছে।
শেষ আট নিশ্চিত করা দুই দলের পয়েন্ট ৩। আগামী সোমবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও বসুন্ধরা কিংস।
টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল গতবারের রানার্সআপ রহমতগঞ্জ। আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে ৩-০ গোলে হেরেছিল সৈয়দ গোলাম জিলানীর দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, ম্যাচের শুরু থেকে রহমতগঞ্জের রক্ষণে চাপ দিতে থাকে চট্টগ্রাম আবাহনী। কিন্তু কখনও দুর্বল শটে, কখনো আবার এলেবেলে হেডে সুযোগ নষ্ট করছিল দলটি। ১৩ মিনিটে নিক্সন গাইলের্মোর পাস থেকে চার্লস দিদিয়ের গোলরক্ষক বরাবর শট নেন।
প্রথমার্ধে রহমতগঞ্জের সেরা সুযোগটি নষ্ট হয় ২১ মিনিটে। সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নেওয়া দিলশাদ ভাসিয়েভের সামনে ছিল কেবল গোলরক্ষক। কিন্তু তাজিকিস্তানের ফরোয়ার্ড তাড়াহুড়ো করে দুর্বল শটে বল তুলে দেন গোলরক্ষকের হাতে।
২৬ মিনিটে মানাফ রাব্বীর হেডে গতি ছিল না; জমে যায় গোলরক্ষকের গ্লাভসে। ১০ মিনিট পর কাঙিক্ষত গোল পায় চট্টগ্রামের দলটি। সোহেল রানার ক্রস ধরে অরক্ষিত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন ঠাণ্ডা মাথার প্লেসিং শটে জাল খুঁজে নেন।
দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে উঠলেও চট্টগ্রাম আবাহনীর রক্ষণে খুব একটা চাপ দিতে পারেনি রহমতগঞ্জ। ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ নষ্ট করে বন্দরনগরীর দলটি। রানার ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন দিদিয়ের।
৮১ মিনিটে এনামুল ইসলামের শট ফিরিয়ে চট্টগ্রাম আবাহনীকে জয়ের পথে রাখেন গোলরক্ষক মোহাম্মদ নাঈম। এরপর কর্নারের সুযোগও কাজে লাগাতে পারেনি রহমতগঞ্জ।