হারের হ্যাটট্রিকের পর জয় পেয়েছে বেক্সিমকো ঢাকা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টানা তিন ম্যাচ হারের পর আজ বুধবার জয়ের মুখ দেখল মুশফিকদের ঢাকা। ৭ বল বাকি থাকতে ৭ উইকেটের এই জয় কষ্ট করেই। ফরচুন বরিশালের মাত্র ১০৮ রান তাড়া করতে নেমে ম্যাচটা কঠিন করে তুলেছিল মুশফিকুর রহিমের দল। তবে শেষ ৫ ওভারে সেই ঘাটতি মিটিয়ে দেন খেলোয়াড়রা।
মুশফিকুর রহিম ও ইয়াসির আলী চতুর্থ উইকেটে ৪১ বলে ৫৫ রানের জুটিতে ৭ উইকেটে জয়ের দেখা পায় ঢাকা। ৩৪ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক। আর ৩০ বলে ৪৪ রানের অপরাজিত থাকেন ইয়াসির। ২ ছক্কা ও ৩ চারে ইনিংসটি সাজান তিনি। ঢাকার ইনিংসের শুরুটাই ছিল ধীর গতির।
২.৪ ওভারে ওপেনার রবিউল ইসলাম যখন আউট হন, ঢাকার স্কোর ৭ রান। পাওয়ার প্লের ৬ ওভার শেষে তা ১ উইকেটে ২২ রান। পরের ওভারে মোহাম্মদ নাঈম (১৩) রানআউট হওয়ার পর আরো চাপে পড়ে তারা। ১৯তম ওভারে বরিশাল পেসার তাসকিন আহমেদের প্রথম বলে ছক্কা মেরে ম্যাচটা সহজ করে ফেলেন ইয়াসির। ওই ওভারেরই শেষ বলে তাসকিনকে আরও এক ছক্কা মেরে ম্যাচ শেষ করেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান। বরিশাল স্পিনার মেহেদী হাসান মিরাজ ১৩ রানে ১ উইকেট নেন।
এর আগে বরিশালও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। তিনে ও চারে নামা পারভেজ হোসেন ও আফিফ কোনো রান করতে পারেননি। সর্বোচ্চ ৩৩ রান এসেছে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। ২০ রানে ৪ উইকেট নেন ঢাকার স্পিনার রবিউল ইসলাম। ২ উইকেট শফিকুল ইসলামের।