দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবরে শোকের মাতম গোটা বিশ্বে। তাঁর আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না ফুটবল-দুনিয়া। তিনদিনের রাষ্ট্রিয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা। তাঁর মৃত্যুতে পেলে থেকে শুরু করে বাংলাদেশের ফুটবলাররাও শোকে কারত হয়েছেন।
পেলে নাকি ম্যারাডোনা, কে সর্বকালের সেরা ফুটবলার-এই বিতর্কটা ছিলোই। কিন্তু ‘ ফুটবলে রাজা’ আর ‘ফুটবল ঈশ্বরের’ মধ্যে তাতে বন্ধুত্বের অভাব হয়নি। মৃত্যুতেও কমেনি পেলে-ম্যারাডোনার নিবিড় সম্পর্ক। ম্যারাডোনার মহাপ্রয়াণে কাতর পেলে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রফি হাতে আর্জেন্টিনার কিংবদন্তির একটি ছবি পোস্ট করে লেখেন, ‘অত্যন্ত বেদনাদায়ক খবর। একজন প্রিয় বন্ধুকে হারালাম। অনেক কিছু বলার রয়েছে। কিন্তু এই দুঃসময়ে ঈশ্বর তাঁর পরিবারকে শক্তি দিন। আশা করি একদিন আকাশে ফুটবল খেলবো আমরা’।
ছোট ম্যারাডোনা খ্যাত লিওনেল মেসি জানান, ‘সকল আর্জেন্টাইন এবং বিশ্বের সবার জন্যই এটি কষ্টের দিন। তিনি আমাদের ছেড়ে গেছেন কিন্তু চলে যাননি। দিয়েগো অমর।’ আর বাংলাদেশের খেলোয়াড়রাও জানিয়েছেন শোকবার্তা।
শুধু ফুটবলার নয়, অন্য খেলার তারকারাও শোক জানিয়েছেন ম্যারাডোনার মৃত্যুতে। টুইট করেন শচিন টেন্ডুলকার। তিনি জানান, ‘ফুটবল এবং ক্রীড়াবিশ্ব তাঁর অন্যতম সেরা ক্রীড়াবিদকে হারালো। তোমাকে মিস করবো। রেস্ট ইন পিস দিয়েগো ম্যারাডোনা’।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি টুইট করে জানান, ‘আমার নায়ক আর নেই। মাই ম্যাড জিনিয়াস রেস্ট ইন পিস। আমি ফুটবল দেখতাম শুধু তোমার জন্যই’।
বিশ্বের সাবেক সেরা দৌড়বিদ জ্যামাইকার উসাইন বোল্ট টুইট করেছেন, ‘ রেস্ট ইন পিস লিজেন্ড’ বলে।