স্প্যানিশ লা লিগায় বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলিকো মাদ্রিদ। আর এগিয়ে থেকেও ভিয়ারিয়ালের সাথে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো টটেনহ্যাম। আর ওয়েস্টহ্যামের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
দশ বছর পর লা লিগায় বার্সেলোনার বিপক্ষে জয়ের স্বাদ পেলো অ্যাটলেটিকো মাদ্রিদ। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিটের দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো। সমান খেলায় ১১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে বার্সেলোনা।
আক্রমন আর পাল্টা আক্রমনে শুরু থেকেই খেলা জমিয়ে তোলে দুদল। সুযোগ পেলেও বল জালে জড়াতে পারেননি ডেম্বেলে গ্রিজম্যান কিংবা মেসি। প্রথমার্ধের ইনজুরি সময়ে বার্সেলোনার গোলরক্ষক স্টেগেন ডি-বস্কের বাইরে আসার সুযোগ কাজে লাগান ইয়ানিক কারাসকো। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে এক দশক পর বার্সেলোনার বিপক্ষে জয়খরা কাটালো অ্যাটলেটিকো মাদ্রিদ।
অন্যম্যাচে ইনজুরি আক্রান্ত দল নিয়ে খেলতে নেমে শুরুটা দুর্দান্তই ছিলো রিয়াল মাদ্রিদের। প্রায় দেড় বছর পর শুরুর একাদশে সুযোগ পেয়েই গোল করেন মারিয়ানো। ভিয়ারিয়ালের মাঠে আগের তিন ম্যাচেও জয় পায়নি জিনেদিন জিদানের শিষ্যরা। এবারও হলোনা। ৭৬ মিনিটে স্পট কিকে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান মারেনো।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলায় ম্যানচেস্টার সিটিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো টটেনহ্যাম। নিজেদের মাঠে খেলার মাত্র ৫ মিনিটেই সন-হিয়ুং মিনের গোলে এগিয়ে যায় তারা। আর বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নামার ৩৫ সেকেন্ডের মধ্যে লো সালসোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম। আর পেনাল্টি থেকে ব্রুনো ফার্নানদেসের গোলে কষ্টার্জিত জয় পায় ম্যানচেস্টার সিটি।